Thank you for trying Sticky AMP!!

মা-ছেলের ব্যাগে পাওয়া গেল ফেনসিডিল

অপরাধ

এক নারীর ভ্যানিটি ব্যাগের ভেতর ১৮ বোতল এবং তাঁর ছেলের শপিং ব্যাগে পাওয়া গেছে ১৬ বোতল ফেনসিডিল। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা থেকে মা-ছেলের ব্যাগ থেকে ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর-রংপুরগামী বিআরটিসি বাস ধরার জন্য পীরগঞ্জ পাবলিক ক্লাব টিকিট কাউন্টারের কাছে অবস্থান করছিলেন জামেনা বেগম (৫০) ও তাঁর ছেলে জহুরুল ইসলাম (৩০)। দুজনের গতিবিধি দেখে সন্দেহ হয়। পরে দুজনের ব্যাগ তল্লাশি করে ৩৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটকও করা হয় দুজনকে। তাঁরা আমদানি–নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত। সীমান্ত এলাকা থেকে এসব ফেনসিডিল সংগ্রহ করে রংপুরে নিয়ে যাচ্ছিলেন তাঁরা।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত খায়রুল আনাম বলেন, তাঁরা পুলিশের চোখ এড়াতে রানীশংকৈল ছেড়ে এসে পীরগঞ্জে বাসের জন্য অপেক্ষা করছিলেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।