মা, মেয়ে, চাচিসহ লাশ হয়ে ফিরলেন ফরিদা

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে মৃত রিনা বেগমের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। আজ দুপুরে বিজয়নগর উপজেলার গেরাগাঁও গ্রামে
ছবি: প্রথম আলো

মেয়ে, মা, চাচিসহ ফরিদা গতকাল শুক্রবার বিজয়নগর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা করেন। কিন্তু বিজয়নগরেই নৌকাডুবিতে তাঁরা সবাই লাশ হয়ে বাড়ি ফেরেন।

গতকাল বিকেল ছয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদের লইস্কা বিলে বালুবাহী স্টিলের নৌকার সঙ্গে যাত্রীবাহী নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছনে থাকা বালুবাহী আরেকটি ট্রলার ওই নৌকাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এখন পর্যন্ত এ ঘটনায় ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

মৃত ব্যক্তিদের মধ্যে আটজন মহিলা ও আটজন শিশু রয়েছে। এ তালিকায় ফরিদা বেগম, তাঁর মা মেয়ে মুন্নি, মা কমলা বেগম, চাচি রিনা বেগমের নামও রয়েছে। ফরিদা উপজেলার গেরাগাঁও গ্রামের জজ মিয়ার স্ত্রী, রিনা (৬২) মৃত মালু মিয়ার স্ত্রী এবং কমলা (৬৫) আবদুল হাসিমের স্ত্রী।

আজ শনিবার দুপুরে বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের গেরাগাঁও গ্রামে ফরিদার বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে মাতম চলছে। ফরিদার স্বামী জজ মিয়া বলেন, ‘শুক্রবার বিকেলে চম্পকনগর ঘাটের শেষ নৌকায় স্ত্রী ফরিদা ও শিশুসন্তান মুন্নি, শাশুড়ি ও চাচি শাশুড়িকে তুলে দিই। শুক্রবার আত্মীয়ের বাড়িতে থেকে শনিবার স্ত্রী-সন্তানের চিকিৎসকের যাওয়ার কথা ছিল। নৌকায় মাত্রাতিরিক্ত যাত্রী ছিল।

অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই নৌকা ডুবে গেছে। আমি স্ত্রী ও সন্তানকে হারালাম। এখন আমি কী করব। স্ত্রী-সন্তানকে কই পাব।’

রিনার বাসায় গিয়ে দেখা যায়, রিনার জন্য মেয়ে মৌসুমি আক্তার ও পারুল বেগম এবং ভাই পিন্টু মিয়াসহ সবাই কান্না করছেন। কোনো কিছুতেই তাঁদের কান্না থামছে না।
রিনা বেগমের ভাই পিন্টু মিয়া বলেন, ‘আমার মা চন্দ্র বানুর বয়স ১০০ বছর। মা অসুস্থ। জেলা শহরের মধ্যপাড়ায় আমার সঙ্গেই থাকেন মা। মাকে দেখতেই বোন রিনাসহ বাকিরা শুক্রবার নৌকায় উঠেছিল। বিকেলে আমার বাড়িতেই তাদের আসার কথা ছিল। মাকে না দেখেই আমার বোন এভাবে চলে যাবে, কখনোই ভাবিনি।’

রিনার মেয়ে মৌসুমি আক্তার মায়ের ছবি হাতে নিয়ে বলেন, ‘আমার চাচি কমলাকে নিয়ে নানুর বাড়ি যাচ্ছিল মা। ভাতার জন্য কয়েক দিন আগে মা ছবি তুলেছিলেন। সেই ছবি আমার কাছে দিয়ে বলেছিলেন বাবার ছবির সঙ্গে ওই ছবিটা যেন বাঁধিয়ে রাখি। আমি তখন বুঝতে পারিনি আমার মা এভাবে ছবি হয়ে যাবে।’