
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নদীর ভৈরব রেলওয়ে সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
তবে ওই ব্যক্তির কোনো পরিচয় জানাতে পারেনি পুলিশ। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর। তাঁর পরনে কালো গেঞ্জি আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে স্থানীয় লোকজন সেতু এলাকায় ওই যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই ব্যক্তির মাথায় চারটি আঘাতের চিহ্ন আছে।
ভৈরব নৌ থানার ইনচার্জ সাইদুর রহমান জানান, লাশের পা বাঁধা ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, তাঁকে খুন করে লাশ নদীতে ফেলে হয়েছে। সম্ভবত এক দিন আগেই ওই যুবককে খুন করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।