
ঢাকার ধামরাই উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নাসির উদ্দীন (৩৮) ও ওয়াজি উল্লাহ (২৬)। তাঁরা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুরের মৃত আবুল কালাম আজাদের ছেলে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে দুই ভাই মোটরসাইকেলে করে ঝিনাইদহের শৈলকুপায় যাচ্ছিলেন। পথে সকাল আটটার দিকে ধামরাই উপজেলার বাথুলি বাসস্ট্যান্ড এলাকার মোল্লা হোটেলের সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী দুই ভাই সড়কে পড়ে যান। এ সময় পাটুরিয়ার দিক থেকে আসা বিপরীতমুখী একটি ট্রাক তাঁদের ওপর দিয়ে চলে যায়।
বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী দুই ভাই সড়কে পড়ে যান। এ সময় একটি ট্রাক তাঁদের ওপর দিয়ে চলে যায়।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
ওসি মো. মনিরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।