Thank you for trying Sticky AMP!!

ময়মনসিংহে নুরুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নুরুল হক নূর

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) সাবেক ভিপি নুরুল হকের বিরুদ্ধে ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কোতোয়ালি থানায় মামলাটি করেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল গনি।

মামলার এজাহারের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, নুরুল হক নুরু ১৪ এপ্রিল প্রথম রমজানে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে এক ঘণ্টার ফেসবুক লাইভ করেন। লাইভে মিথ্যা, বানোয়াট, আক্রমণাত্মক, উসকানিমূলক বক্তব্য দিয়ে সারা দেশের আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান নেতা-কর্মীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় মানসিক কষ্ট পেয়ে মো. সোহেল গনি এ মামলা করেন।

মামলার বাদী মো. সোহেল গনি বলেন, বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, এখানে ইসলাম ধর্ম নিয়ে কারও আক্রমণাত্মক কথা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার শামিল। তিনি মুসলমান হিসেবে বিষয়টি সহ্য করতে পারেননি। তাই প্রতিবাদ হিসেবে মামলা করেছেন।