Thank you for trying Sticky AMP!!

যশোরে পরিবহন চলাচল শুরু

প্রতীকী ছবি

যশোরের সব সড়কে টানা পাঁচদিন পর পরিবহন চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে ঢাকাসহ দূরপাল্লার সব সড়কে যাত্রীবাহী বাস ছেড়ে গেছে। অভ্যন্তরীণ নয়টি সড়কেও বাস চলাচল করছে।

সকাল সাড়ে ১০টার দিকে খাজুরা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ঢাকাগামী একে ট্রাভেল ও এমআর পরিবহনে যাত্রীরা উঠছেন। বাসগুলো গন্তব্যে ছেড়ে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে যশোর সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী আকবর বলেন, ‘সকাল থেকে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। সব সড়কে বাস চলাচল করছে।’

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনে ঢাকায় শ্রমিকদের সড়ক ফেডারেশনের সমাবেশ চলছে। গতকাল বৃহস্পতিবার থেকে ওই বৈঠক শুরু হয়েছে। ওই সমাবেশের সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে আলী আকবর বলেন, ‘শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ফোনে জানিয়েছেন, আগে সড়কে বাস পরিবহন চলাচল শুরু করুক। তবে সরকারের সঙ্গে আমাদের আলোচনা চলছে। তবে আইন সংশোধনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

যশোরে ১০ দফা দাবিতে গত রোববার সকাল থেকে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন।