Thank you for trying Sticky AMP!!

রাজশাহী সিটিতে করোনা রোগী ২ হাজার ছাড়াল

করোনাভাইরাস। প্রতীকী ছবি

রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। আজ শনিবার সকাল পর্যন্ত এই নগরে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৪।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী সিটি করপোরেশনে নতুন করে ৫০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৫ মে রাজশাহী সিটি করপোরেশনে করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে এ সংখ্যা বাড়তে থাকে। গত ২৫ মে ঈদের সময় বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ রাজশাহীতে আসে। ঈদের ১৫ দিন পর থেকে রাজশাহী নগর ‘হটস্পট’ হয়ে উঠে। এই নগরে ৩১ মে পর্যন্ত রোগী ছিল মাত্র ৯ জন। ৩০ জুন পর্যন্ত এই রোগী বেড়ে দাঁড়ায় ৪৫৫ জনে। ১ জুলাই ৪৭তম দিনে ৫০০ রোগী শনাক্ত হয়। রোগীর সংখ্যা এক হাজার ছাড়ায় ৭ জুলাই। রোগীর সংখ্যা দেড় হাজার ছাড়ায় ১৫ জুলাই ৬১তম দিনে। এর ১০ দিন পর গতকাল শুক্রবার রোগীর সংখ্যা দুই হাজার ছাড়ায় অর্থাৎ শেষ এক হাজার রোগী শনাক্ত হয়েছে গত ১৭ দিনে।

সিভিল সার্জন এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর দুই ল্যাবে নমুনা পরীক্ষায় জেলায় কোভিড শনাক্ত হয়েছে ৯১ জন। এর মধ্যে শুধু রাজশাহী নগরের রয়েছেন ৫০ জন। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা ২ হাজার ৬০৩ জন। এদের মধ্যে রাজশাহী নগরের ২ হাজার ৩৪ জন। গতকাল পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ৯৬৯ জন। এর মধ্যে রাজশাহী নগরের রয়েছেন ৭২৮ জন। নগরের ১১জনসহ কোভিডে মারা গেছেন ২২ জন।