Thank you for trying Sticky AMP!!

রাব্বির ছোট্ট শরীরে বাসা বেঁধেছে ব্লাড ক্যানসার

রাব্বি মিয়া

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কুমারগাড়ী গ্রামের ফুটফুটে শিশু মো. রাব্বি (৩)। হেসেখেলেই কাটছিল ওর দিন। কিন্তু তিন মাস আগে জ্বরে পড়ে সে। নেওয়া হয় গ্রামের চিকিৎসকের কাছে। কিন্তু কিছুতেই কমে না জ্বর। এরপর তাকে নেওয়া হয় রংপুর মা ও শিশু হাসপাতালে। সেখানে নানা পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তার ছোট্ট শরীরে বাসা বেঁধেছে প্রাণঘাতী ব্লাড ক্যানসার।

ওই হাসপাতালের বিশেষজ্ঞ এম এ ওয়াহেদ বলেন, এখনই ঠিকমতো চিকিৎসা করালে সেরে উঠবে রাব্বি। খরচ হবে ৫-৬ লাখ টাকা।

রাব্বির বাবা বেলাল হোসেন গরিব কৃষক। মা রাবেয়া বেগম গৃহিণী। তাঁরা জানান, রাব্বি তাঁদের একমাত্র ছেলে। শুধু টাকার অভাবে ছেলেকে হারাতে চান না তাঁরা। রাব্বির চিকিৎসায় সাহায্যের হাত বাড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তার মা-বাবা।

সাহায্য পাঠানোর ঠিকানা: শাহিন শেখ, ব্যাংক হিসাব নম্বর ২১৬৮২১২০১৩৭৫২, প্রাইম ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখা। বিকাশ নম্বর: ০১৭৪৩৬০৭৯৩৪। বিজ্ঞপ্তি