র‍্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক হলেন খন্দকার আল মঈন

খন্দকার আল মঈন
ছবি: সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে কমান্ডার খন্দকার আল মঈন আজ বৃহস্পতিবার দায়িত্ব নিয়েছেন। তিনি লে. কর্নেল আশিক বিল্লাহর স্থলাভিষিক্ত হলেন। আশিক বিল্লাহকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কে এম আজাদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আশিক বিল্লাহ ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি র‌্যাব-২-এর পরিচালক হিসেবে যোগ দেন। গত বছর তিনি আইন ও গণমাধ্যম শাখায় পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।