
লক্ষ্মীপুর জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৬৮ জনের নমুনা পরীক্ষায় ১৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় শনাক্ত ব্যক্তির সংখ্যা ছয় হাজার ছাড়াল। একই সময়ে জেলায় করোনায় সংক্রমিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন সংক্রমিত ১৯৯ জন নিয়ে জেলায় করোনা সংক্রমিত ব্যক্তি সংখ্যা ৬ হাজার ১৫০। তাঁদের মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় ৩ হাজার ৪৬১, রায়পুরে ৭২৩, রামগঞ্জে ১ হাজার ৯৭, কমলনগরে ৪৬৬ ও রামগতিতে ৪০৩ জন আছেন। এদিকে এখন জেলায় করোনায় মারা গেছেন ৮০ জন। তাঁদের মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার ৫২, রায়পুরের ৮, রামগঞ্জের ১৫, কমলনগরের ১ ও রামগতির ৪ জন রয়েছেন। করোনা শনাক্ত ও মৃত্যু উভয়ই লক্ষ্মীপুর সদর উপজেলায় বেশি।
জেলা সিভিল সার্জন মো. আবদুল গাফফার বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চলছে। জুনের শেষ দিক থেকে পরিস্থিতি খারাপ। করোনা সংক্রমণের বিস্তার রোধে লোকজনকে সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) লক্ষ্মীপুর শাখার সভাপতি মো. কামাল হোসেন বলেন, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে উপনির্বাচন, রামগতি ও কমলনগর উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন হয় গত ২১ জুন। ওই সময় সামাজিক দূরত্ব না মেনে প্রার্থীর লোকজন এলাকায় ঘুরেছেন। নির্বাচনী সভায়ও মানুষের প্রচণ্ড ভিড় ছিল। সে সময় প্রশাসনের কার্যকর তৎপরতা ছিল না। ফলে এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা।