Thank you for trying Sticky AMP!!

লাউয়াছড়া বনে হঠাৎ আগুন, পুড়ছে একটি অংশ

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বন ক্যাম্পে আজ শনিবার দুপুরে আগুন লাগে

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বন ক্যাম্পে আজ শনিবার দুপুরে হঠাৎ আগুন লাগে। সেখানকার তিন থেকে চার একর এলাকার বন আগুনে পুড়ছে। দুপুর সাড়ে ১২টার দিকে লাগা আগুনে বেসরকারি সংস্থা হিড বাংলাদেশসংলগ্ন বন এলাকার ছোট-বড় গুল্ম ও গাছ পুড়ছে।

স্থানীয়ভাবে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বনে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যুক্ত হয়। লাউয়াছড়া বনের রেঞ্জ কর্মকর্তাসহ বনকর্মীরা ঘটনাস্থলে যান বেলা দুইটার দিকে।

লাউয়াছড়া জাতীয় উদ্যানে লাগা আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

স্থানীয় লোকজনের অভিযোগ, এখানে কিছু অবৈধ দখলদার আছেন। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড খরতাপের সুযোগ কাজে লাগিয়ে এসব অবৈধ দখলদারেরাই আগুন লাগাতে পারেন। দেড় বছর আগেও এই বনে আগুন লেগেছিল।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম আগুন লাগার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। বেলা তিনটার দিকে তিনি বলেন, ফায়ার সার্ভিস ও বনকর্মীরা বনের আগুন নেভানোর চেষ্টা করছেন।