Thank you for trying Sticky AMP!!

সাংসদ জোয়াহেরুল ইসলাম করোনায় সংক্রমিত

সাংসদ জোয়াহেরুল ইসলাম:ফাইল ছবি

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছ। বৃহস্পতিবার রাতে নমুনার ফলাফলে তাঁর করোনা ‘পজিটিভ’ আসে।

এই প্রথম জেলার কোনো সংসদ সদস্য করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন। সাংসদ জোয়াহেরুলের করোনায় সংক্রমিত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন কার্যালয়ের করোনা নিয়ন্ত্রণ সেলের ফোকাল পারসন এবং চিকিৎসা কর্মকর্তা আজিজুর রহমান।

ওই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার সাংসদের নমুনা সংগ্রহ করা হয়। পরদিন বুধবার সেই নমুনা ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে আসা নমুনা পরীক্ষার ফলাফলে তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হন। বর্তমানে তিনি চিকিৎসার জন্য টাঙ্গাইলের বাসা থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছেন।

সাংসদের পারিবারিক একটি সূত্র জানায়, গত কয়েক দিন আগে সাংসদের জ্বর ও কাশি ছিল। এ কারণে তিনি গত মঙ্গলবার নমুনা দিয়েছিলেন।