Thank you for trying Sticky AMP!!

সাতক্ষীরা মেডিকেলে দুই ঘণ্টায় ৩ জনের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই ঘণ্টার ব্যবধানে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।


জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন ৯৮ জন। আর কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন।

আজ মারা যাওয়া তিনজন হলেন কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের নেছার আহমেদ (৬৫) এবং একই উপজেলার শ্রীকলা গোবিন্দপুর গ্রামের জামাত আলী (৭০) ও মৌতলা দুদলী গ্রামের ফিরোজা খাতুন (৭৮)।


মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান, জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে নেছার আহমেদ ২৩ আগস্ট দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাঁকে নেওয়া হয় আইসিইউতে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাতটায় তিনি মারা যান।

একই উপসর্গ নিয়ে ২০ আগস্ট এই হাসপাতালে ভর্তি হন জামাত আলী ও ফিরোজা খাতুন। আজ সকাল সাড়ে সাতটার দিকে আইসিইউতে মারা যান জামাত আলী আর সকাল নয়টার দিকে মারা যান ফিরোজা খাতুন।

মৃত তিনজনেরই করোনা হয়েছে কি না, তা জানতে নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।