Thank you for trying Sticky AMP!!

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর মহাসড়কে নিষেধাজ্ঞা অমান্য করে আজ রোববার সকাল থেকে দূরপাল্লার বাস চলছে

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে চলছে দূরপাল্লার বাস

নিষেধাজ্ঞা সত্ত্বেও সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে চলছে দূরপাল্লার বাস। আজ রোববার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় মহাসড়কে উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা দূরপাল্লার বাসগুলোকে সেতু পারাপারে বাধা দেওয়ায় যানজটের সৃষ্টি হলে পুলিশ সেগুলোকে ছেড়ে দেয়।

সরেজমিনে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে দেখা যায়, সকাল থেকে বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার কিছু বাস চলছে। মাঝেমধ্যে পুলিশ বাসগুলোকে মহাসড়কে চলতে নিষেধ করলেও আটকে পড়া এসব বাস মহাসড়কে যানজট সৃষ্টি করায় ছেড়ে দেওয়া হচ্ছে। এ ছাড়া অনেকে ট্রাক, পিকআপ, ভাড়ায় চালিত মাইক্রোবাস ও মোটরসাইকেলে গাদাগাদি করে ফিরছেন বাড়িতে। এ কারণে পুলিশ তল্লাশিচৌকি বসিয়ে বেশ কিছু পিকআপ ও ট্রাককে থামিয়ে দিচ্ছে। পরে আবার সেগুলো ছেড়েও দিচ্ছে পুলিশ। তবে সকাল সাড়ে নয়টা পর্যন্ত মহাসড়কে কোথাও কোনো যানজট দেখা যায়নি।

পিকআপভ্যানে গাদাগাদি করে যাত্রী নিতে দেখে আটকাচ্ছে পুলিশ

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন প্রথম আলোকে বলেন, মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রাতে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসগুলো মহাসড়কে যানজট সৃষ্টি করায় সকালে তাদের গন্তব্যে যেতে দেওয়া হয়েছে। এ ছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে যাত্রী বহন করায় বেশ কিছু পিকআপ ও ট্রাককে থামিয়ে দিলেও মহাসড়কে যানজট সৃষ্টির কারণে সেগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে।