
সুনামগঞ্জে নতুন করে ২২ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা হলো ৩৫১। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৮১ জন। মারা গেছেন ৩ জন।
নতুন করে আক্রান্ত হওয়া ২২ জনের মধ্যে জেলার সদর উপজেলায় নয়জন, জগন্নাথপুর উপজেলায় পাঁচজন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পাঁচজন এবং বিশ্বম্ভরপুর উপজেলায় তিনজন রয়েছেন। সুনামগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে মোট আক্রান্ত ৩৫১ জনের মধ্যে সদর উপজেলায় ১০৩ জন, ছাতক উপজেলায় ৯৪ জন, দোয়ারাবাজার উপজেলায় ২৭ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২০ জন, তাহিরপুর উপজেলায় ১৭ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ১৭ জন, জগন্নাথপুর উপজেলায় ২৭ জন, শাল্লা উপজেলায় ১১ জন, ধরমপাশা উপজেলায় ১৭ জন, জামালগঞ্জ উপজেলায় ১৩ জন, দিরাই উপজেলায় ৭ জন রয়েছেন।
সুনামগঞ্জে গত ১২ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২৪ মে পর্যন্ত আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ৮২। ঈদের পর ১৫ দিনে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৬৯ জন। আক্রান্ত মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বলছেন, ঈদের পর লকডাউন শিথিল হওয়া এবং মানুষের চলাচল বেড়ে যাওয়ায় আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েছে। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের লোকজন মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা এবং সচেতন হওয়ার আহ্বান জানালেও তেমন কোনো কাজ হচ্ছে না। বিশেষ করে গ্রামাঞ্চলে মানুষের মধ্যে এ নিয়ে সচেতনতা কম।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন জানান, ‘সুনামগঞ্জে ঈদের পর নমুনা সংগ্রহ ও পরীক্ষা বাড়ায় আক্রান্ত মানুষের সংখ্যাও বেড়েছে। তবে আক্রান্ত ব্যক্তিদের অনেকেরই তেমন কোনো উপসর্গ নেই। এর মধ্যে যাঁদের হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আনা দরকার, আমরা সেটি করছি।’