সুনামগঞ্জে ২২ বছর পর হত্যা মামলার রায়, একজনের যাবজ্জীবন

আদালত
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ছাতকে ঘটনার ২২ বছর পর একটি হত্যা মামলার রায়ে ফারুক আহমদ ওরফে মধু মিয়া নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিউদ্দিন মুরাদ আজ বৃহস্পতিবার এ রায় দেন।

সুনামগঞ্জের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মোস্তফা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত ফারুক আহমদ উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা।

১৯৯৯ সালের ২২ নভেম্বর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তেরা মিয়া।

মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ছাতকের কালারুকা ইউনিয়নের বলার পীরপুর গ্রামের রাস্তায় একটি সেতু নির্মাণ নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। এর জেরে ১৯৯৯ সালের ২২ নভেম্বর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তেরা মিয়া। এ ঘটনায় তাঁর ভাতিজা সিরাজুল ইসলাম বাদী হয়ে ঘটনার দুদিন পর ছাতক থানায় ২৮ জনের নামোল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

এ মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আজ রায় ঘোষণা করেন আদালত। রায়ে আসামি ফারুক আহমদ ওরফে মধু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর আট আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় ফারুক আহমদ আদালতে উপস্থিত ছিলেন।