Thank you for trying Sticky AMP!!

৪ ঘণ্টা পর সচল হলো এগারসিন্ধুর এক্সপ্রেসের ইঞ্জিন

ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্ধুর এক্সপ্রেস নামে ট্রেনটি বিকল হওয়ার চার ঘণ্টা পর সচল হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুরে আন্তনগর স্টেশনের আউটার পয়েন্টে এসে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে উদ্ধারকারী ট্রেন এসে বেলা ২টার পর ট্রেনটি সচল করে।

রেলওয়ে সূত্র জানায়, এগারসিন্ধুর এক্সপ্রেস ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। বাজিতপুর স্টেশনে যাত্রাবিরতি দেওয়ার জন্য ট্রেনটির গতি কমিয়ে আনা হয়। ধীরগতিতে চলার একপর্যায়ে আউটার পয়েন্টে এসে ট্রেনটি বিকল হয়ে যায়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ঘটনাস্থলে পৌঁছায় দুপুর ১২টায়। উদ্ধারকারী ট্রেনটি এগারসিন্ধুর এক্সপ্রেসকে কুলিয়ারচর স্টেশনে নিয়ে যায়। সেখানে ইঞ্জিন মেরামত করা হয়েছে। পরে বেলা ২টার পর থেকে ট্রেনটির চলাচল স্বাভাবিক হয়।