Thank you for trying Sticky AMP!!

আমিনবাজারে ঢাকা জেলা বিএনপির সমাবেশ শুরু, আসছেন নেতা-কর্মীরা

ঢাকা জেলা বিএনপির সমাবেশে অংশ নিতে আসা নেতা-কর্মীদের একাংশ। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার অদূরে সাভারের আমিনবাজারে

‘সরকার পতনের এক দফা দাবিতে’ ঢাকার অদূরে সাভারের আমিনবাজারে পূর্বঘোষিত সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। আমিনবাজার মিরপুর মফিদ–ই–আম কলেজের নতুন ভবনের মাঠে আজ বৃহস্পতিবার বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

আমিনবাজার চিশতিয়া ফিলিং স্টেশন–সংলগ্ন এলাকায় গত সোমবার সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিএনপির অভিযোগ, ওই দিন পুলিশ সমাবেশের মঞ্চ ভেঙে ফেলে। পরে সেদিনের সমাবেশ বাতিল করা হয়। দলীয় সিদ্ধান্ত অনুসারে আজ আমিনবাজার মিরপুর মফিদ–ই–আম কলেজের নতুন ভবনের মাঠে সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি।

Also Read: পুলিশের বিরুদ্ধে মঞ্চ ভাঙার অভিযোগ, আমিনবাজারে সমাবেশ স্থগিত করল বিএনপি

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে আজ বেলা ২টায় শুরু হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় শুরুতে স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। এই সমাবেশে যোগ দিতে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে সমাবেশস্থলে আসছে। এতে মহাসড়কের উভয় পাশের লেনে যানবাহন ধীরগতিতে চলছে।

আমিনবাজারে ঢাকা জেলা বিএনপির সমাবেশে আসছেন নেতা-কর্মীরা

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর। প্রধান বক্তা হিসেবে থাকবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ।

Also Read: বাড়িতে কান্নাকাটি করে, বাইরে এসে বলে পরোয়া করি না

এর আগে আজ সকালে মিরপুর মফিদ–ই–আম কলেজ মাঠের এক পাশে সমাবেশের মঞ্চ নির্মাণ করা হয়। সমাবেশস্থলের অদূরে আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশের উপস্থিতি দেখা যায়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহেল কাফী প্রথম আলোকে বলেন, জেলা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে পুলিশ মোতায়েন রয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী প্রথম আলোকে বলেন, এক দফা দাবি আদায়ে নেতা-কর্মীরা আজকের সমাবেশে যোগ দিচ্ছেন। আজকের সমাবেশে পুলিশের কোনো বাধার খবর এখনো পাওয়া যায়নি।

Also Read: বিএনপিকে শ্রমিক-কর্মচারী সম্মেলনের অনুমতি দিতে পুলিশের গড়িমসি