ট্রলার থেকে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ২৮ ঘণ্টা পর উদ্ধার

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে মাছের ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়া জেলের মরদেহ ২৮ ঘণ্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ এলাকায় ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা একটার দিকে ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে বুড়াগৌরাঙ্গ নদ থেকে স্থানীয় লোকজন তাঁর লাশ উদ্ধার করেন।

ওই জেলের নাম মো. আল আমিন (৩৫)। এর আগে গতকাল সোমবার সকাল ৯টার দিকে মাছ ধরার একটি ট্রলার থেকে পড়ে বুড়াগৌরাঙ্গ নদে তিনি নিখোঁজ হন। এরপর স্থানীয় লোকজন নদে জাল ফেলে উদ্ধারের চেষ্টা করেন। দুর্ঘটনার ২৮ ঘণ্টা পর ওই জেলের মরদেহটি উদ্ধার করা হয়। আল আমিন গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের শিরাজ প্যাদার ছেলে।

ট্রলারমালিক আসাদুল প্যাদা বলেন, ট্রলারের অন্য জেলে ও স্থানীয় লোকজন নদে জাল ফেলে আল আমিনকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। আজ বেলা একটার দিকে ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে তাঁর মরদেহ ভাসতে দেখা যায়। এরপর নৌকা নিয়ে আল আমিনকে নদ থেকে উদ্ধার করা হয়।

চরমোন্তাজ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম নিখোঁজ জেলের মরদেহ পাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেন।