
মুসলিমদের পবিত্র ভূমি মদিনা শহরকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আজ বুধবার লিমন নামের এক যুবকের আবেদনের ভিত্তিতে সাইবার নিরাপত্তা আইনে মামলা নেয় পুলিশ। এর আগে পোস্ট দেওয়া কিশোরের শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে গতকাল দেড় ঘণ্টা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে উত্তেজিত জনতা।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের হিন্দুধর্মাবলম্বী এক কিশোর মদিনাকে কটাক্ষ করে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে। বিষয়টি জানাজানি হলে ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা। এরপর ওই দিন বেলা সাড়ে তিনটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের বামনদীঘি এলাকায় অবরোধ করে ওই কিশোরকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এ ঘটনার পর লিমন নামের এক যুবক থানায় মামলার আবেদন করেন। আবেদনটি সাইবার নিরাপত্তা আইনে মামলা হিসেবে রেকর্ড করে তারাগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই কিশোরসহ ছয়জনের নামে মামলা হয়েছে। আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। আশা করা হচ্ছে, খুব দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যাবে।