গত বছর জুলাই গণ-অভ্যুত্থানে নিহত মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির নেতারা। আজ সকালে তোলা
গত বছর জুলাই গণ-অভ্যুত্থানে নিহত মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির নেতারা। আজ সকালে তোলা

কক্সবাজারের পেকুয়ায় ওয়াসিমের কবর জিয়ারতে নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা

চট্টগ্রামে গত বছর জুলাই গণ-অভ্যুত্থানে নিহত মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির নেতারা। আজ সোমবার সকাল সাতটার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার বাঘগুজারা এলাকায় গিয়ে তাঁরা ওয়াসিমের কবর জিয়ারত করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা প্রথম আলোকে বলেন, এনসিপি নেতারা কবর জিয়ারতের সময় পেকুয়া থানা-পুলিশের একটি তাঁদের সঙ্গে ছিল। তাঁরা পেকুয়া থানা এলাকা ছাড়ার আগ পর্যন্ত পুলিশ সদস্যরা সঙ্গে ছিলেন। এ ছাড়া সেনাবাহিনীর একটি দলও সেখানে দায়িত্ব পালন করেছে।

পেকুয়া ও চকরিয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে তিনবার সংসদ সদস্য ছিলেন বিএনপির বর্তমান স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। পেকুয়া উপজেলাতেই বাড়ি তাঁর। গত শনিবার দুপুরে কক্সবাজারে আয়োজিত এক সমাবেশে সালাহউদ্দিনকে ইঙ্গিত করে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল; এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গাজমি দখল করছে, চাঁদাবাজি করছে। তার নাম না বললাম, আবার নাকি সে সংস্কার বোঝে না।’ এই বক্তব্যে জেলায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর জেরে ওই দিন চকরিয়ায় এনসিপির পথসভায় ভাঙচুর করেন বিএনপি নেতারা। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে এনসিপির বিরুদ্ধে বিক্ষোভও করেন বিএনপির নেতা-কর্মীরা। কক্সবাজার-টেকনাফ সড়কে উখিয়ায় সড়ক অবরোধও করা হয়। এনসিপির নেতারা বিভিন্ন সমাবেশে অভিযোগ করেন, কক্সবাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের পর বিএনপির নেতা-কর্মীরা তাঁদের কর্মসূচিতে বাধা দিচ্ছেন।

এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সুজাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন। তাঁর কবর জিয়ারত করাটা আমাদের সাংগঠনিক কমিটমেন্ট ছিল। যত বাধাই আসুক, আমরা আমাদের সাংগঠনিক কমিটমেন্ট রক্ষায় বদ্ধপরিকর। এনসিপি নেতারা কবর জিয়ারত শেষে চট্টগ্রামের উদ্দেশে পেকুয়া ত্যাগ করেন।’

এনসিপি সূত্রে জানা গেছে, নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা গতকাল রোববার রাতে চট্টগ্রাম নগরে ছিলেন। আজ সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে চকরিয়ার বরইতলী এলাকা দিয়ে পেকুয়ায় যান। পরে একই পথে চট্টগ্রাম হয়ে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। সেখানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা।