নাফ নদীতে বস্তাবন্দী দুই লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে বস্তাবন্দী দুই লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা তিনটার দিকে পুলিশ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরার বৌদ্ধমন্দিরসংলগ্ন এলাকার নদী থেকে লাশ দুটি উদ্ধার করে। উদ্ধার ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম।

ওসি আবদুল হালিম বলেন, আজ বিকেলের দিকে স্থানীয় লোকজন নাফ নদীতে পাশাপাশি দুটি বস্তা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তা দুটির মুখ খুলে পচন ধরা দুটি লাশ উদ্ধার করে। লাশ দুটি শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। লাশ দুটি রোহিঙ্গা নাগরিকের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।