খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নে পথসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার বিকেলে
খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নে পথসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার বিকেলে

১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচনের আলামত লক্ষ করা যাচ্ছে: জামায়াত সেক্রেটারি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘এবার আর যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না। ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচনের আলামত লক্ষ করা যাচ্ছে। যাঁরা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন, তাঁদের জন্য আমাদের স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করবে। এ ক্ষেত্রে জাতি কাউকে ছাড় দেয়নি, আমরাও দেব না।’

আজ বৃহস্পতিবার বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার বরুনার কাঁঠালতলা স্কুলে এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন গোলাম পরওয়ার। এর আগে উপজেলার ধামালিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চেচুড়ী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় আয়োজিত পথসভায় তিনি বক্তব্য দেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ পুরাতন হোক আর নতুন, আমাদের লড়াই চলবে। যত দিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে, তত দিন আমাদের লড়াই চলবে।’ স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘কিশোর, তরুণ ও যুবকদের জন্য এমন এক দেশ রেখে যেতে চাই যেন শান্তিতে তারা নিশ্বাস নিতে পারে। চাঁদাবাজমুক্ত, দখলদারমুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের বিকল্প নেই।’

চেচুড়ী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার পথসভায় মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জনগণ যদি জামায়াতে ইসলামীর হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে জনগণ একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্রের সব সামাজিক, মৌলিক, রাজনৈতিক ও ধর্মীয় অধিকার ভোগ করবে। অতীতে এ দেশের অমুসলিম সম্প্রদায়ের ওপর বিভিন্ন দল-মতের লোক বিভিন্ন সময় অত্যাচার-নির্যাতন চালিয়েছে। তখনই জামায়াত তাঁদের পাশে দাঁড়িয়েছে।’

বর্তমানে বিল ডাকাতিয়ার সমস্যাটি এ অঞ্চলের মানুষের জন্য ‘মরণফাঁদ’ হয়ে দেখা দিয়েছে মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি বলেন, ‘আল্লাহর রহমতে আপনারা যদি আমাকে আবার এ অঞ্চলের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানসহ এই অবহেলিত জনপদের বাকি কাজ সম্পন্ন করার চেষ্টা করব ইনশা আল্লাহ।’ তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আওয়ামী অপশাসন-দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি। মূলত ছাত্র-জনতার ইস্পাতকঠিন ঐক্যের মাধ্যমে এই ঐতিহাসিক বিপ্লব সাধিত হয়েছে। এ জন্য আমাদের চড়া মূল্য দিতে হয়েছে। তাই দেশ ও জাতির জন্য তাঁদের অবদানের কথা স্মরণ করেই তাঁদের জাতীয় বীরের মর্যাদায় অভিষিক্ত করতে হবে।’

ধামালিয়া ইউনিয়ন জামায়াতের আমির মোস্তাক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, জেলা আইনবিষয়ক সম্পাদক আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলা আমির মোক্তার হোসেন, নায়েবে আমির গাজী সাইফুল্লাহ, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ। এরপর বরুনা বাজারে ও টোলনা স্কুলমাঠে পথসভায় বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার।