ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে সাতজনকে ঠেলে দিয়েছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে সাতজনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে সীমান্ত এলাকা থেকে ঠেলে পাঠানোদের আটক করে বিজিবি
ছবি: বিজিবির সৌজন্যে

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে সাতজনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁদের ঠেলে পাঠানো হয়।

আজ শুক্রবার দুপুরে বিজিবি দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত সাড়ে ১২টার দিকে চাপসার সীমান্তের ৩৪৭ নম্বর মূল সীমান্ত পিলার এলাকায় বিএসএফ সাতজন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। ঠেলে দেওয়া ব্যক্তিদের বাড়ি নড়াইলের কালিয়া ও যশোর জেলার নোয়াপাড়া উপজেলায়। পরে তাঁদের আটক করেন বিজিবির সদস্যরা।
বিজিবি জানায়, বিএসএফের ঠেলে দেওয়া ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী ও একটি শিশু। তাঁরা দুটি পরিবারের সদস্য। পাঁচজনের বাড়ি যশোরের নোয়াপাড়ায়, অন্য দুজনের বাড়ি নড়াইলের কালিয়া থানায়।

এ বিষয়ে ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, এই দুই পরিবারের সদস্যরা কাজের সন্ধানে দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতের মুম্বাই যান। দিন সাতেক আগে মুম্বাই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গতকাল তাঁদের সীমান্ত এলাকায় আনা হয়। তিনি জানান, বিষয়টি নিয়ে আজ শুক্রবার চাপসার সীমান্তের শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।