শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের আড়াই মাসের মধ্যে তা বিলুপ্ত করা হয়েছিল। কমিটি বিলুপ্ত করার চার মাস পর আবার ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও মামুনুর রশিদকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত বছরের ৩ নভেম্বর জেলা বিএনপির একটি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। এতে মো. হযরত আলীকে আহ্বায়ক ও সিরাজুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছিল। গত ২ জানুয়ারি ওই কমিটি স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি।
নতুন দায়িত্ব পাওয়া সদস্যসচিব মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘দল আমাদের যে দায়িত্ব দিয়েছে, তা আমরা সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। আগামী দিনে দলকে সুসংগঠিত করতে সবাই মিলে কাজ করব।’
নতুন এই দায়িত্ব দেওয়ায় দলের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নতুন আহ্বায়ক সিরাজুল ইসলাম।