
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে পুকুরটি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া দুই শিশু হলো পার্বতীপুরে উপজেলা পরিষদের পেছনের পশ্চিম হুগলিপাড়া মহল্লার মোশারফ হোসেনের মেয়ে মোশফিকা আক্তার ওরফে মিম (৯) ও আতাউর রহমানের মেয়ে আছিয়া মোবাশ্বিরা (৮)। দুজনই স্থানীয় আনোয়ারুল হিফজুল কোরআন অ্যান্ড নুরানি কিন্ডার মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, মোশফিকা ও আছিয়া মোবাশ্বিরা প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মাদ্রাসায় যায়। দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসা থেকে টিফিনের সময় বাড়িতে এসে প্রতিবেশী আরও দুই শিশু আবদুল্লাহ (১২) ও তাজিম (১০) মিলে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায়। পরে ওই দুই শিশু ফিরে গেলেও মোশফিকা ও আছিয়া বাসায় ফেরেনি। এ সময় পরিবারের লোকজন প্রতিবেশী দুই শিশুর কাছে মোশফিকা ও আছিয়া কই জানতে চাইলে জানায়, ওরা দুজন পুকুরে গোসল করছে; কিন্তু পুকুরে গিয়ে তাদের পাওয়া যায়নি। দুই শিশুর জুতা পাওয়া যায়।
পরে সবাই মিলে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে আছিয়া ও মোশফিকার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর উপজেলা চত্বরে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা উপজেলা প্রশাসন শোকাহত। তাদের স্মরণে তাৎক্ষণিকভাবে উপজেলার সব কার্যক্রম স্থগিত করেছি। শিগগিরই পুকুরের চারপাশে ঘিরে দেওয়া হবে। এখন থেকে এই পুকুরে গোসল করা নিষিদ্ধ করা হলো। এলাকাবাসীর অনুরোধেই উত্তরের গেটটি খোলা হয়েছিল। আজ রাত আটটার পর থেকে উপজেলা পরিষদের গেট বন্ধ থাকবে।’
পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এ বিষয়ে পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন।
খবর পাওয়ার পর পার্বতীপুর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ জে এম মেনহাজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শোকাহত পরিবারের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছেন।