
বগুড়ায় কেব্ল নেটওয়ার্কের (ডিশ-সংযোগ) ব্যবসায়ী রঞ্জু সরদার হত্যা মামলায় ১২ জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরের পর এ রায় দেন বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক হাবিবা মণ্ডল।
রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিদের মধ্যে আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন পাঁচজন। তাঁরা হলেন বগুড়া সদরের ঝোপগাড়ি এলাকার মাহফুজার রহমান, আজগর আলী, বানদীঘি গ্রামের জিন্নাহ্ প্রামাণিক, সিরাজুল ইসলাম ও বগুড়া শহরের নিশিন্দারা এলাকার আশরাফুল ইসলাম। দণ্ডিত অন্য আসামিরা পলাতক আছেন। তাঁরা হলেন বড়কুমিরা এলাকার চার ভাই রিপন শেখ, রাজু শেখ, বিজু শেখ ও বাবু শেখ; একই গ্রামের খয়বর আলী এবং বানদীঘি এলাকার দুই ভাই আইনুল ইসলাম ও একরাম হোসেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বগুড়া সদরের কুমিরা এলাকার রঞ্জু সরদার পেশায় ডিশের ব্যবসায়ী ছিলেন। ডিশের ব্যবসা এবং এলাকায় আধিপত্য নিয়ে বিরোধের জেরে ২০১২ সালের ৭ জুলাই শহর থেকে বাড়ি ফেরার পথে ঝোপগাড়ি-বড়কুমিরা সড়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রঞ্জু সরদারকে জখম করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় নিহত রঞ্জুর বাবা আজাহার আলী বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। ২০১৩ সালের ৫ জুন তৎকালীন সদর থানার পরিদর্শক নুরে আলম সিদ্দীকী ১৩ আসামির নামে আদালতে অভিযোগপত্র জমা দেন। এর মধ্যে বাদল শেখ নামের এক আসামি মামলা চলাকালে মারা গেছেন।
বগুড়া আদালতের পরিদর্শক মোসাদ্দেক হোসেন বলেন, পলাতক আসামিরা গ্রেপ্তার বা আত্মসমর্পণের পর থেকে তাঁদের সাজা কার্যকর হবে।