বগুড়ার ধুনটে ‘মব’ তৈরি করে হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার ধুনট উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হামলার ঘটনায় দুজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে গতকাল রাতে থানায় মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন উপজেলার মাটিকোড়া গ্রামের মাসুদ রানা (২৫) ও চড়পাড়া গ্রামের শাহিনুজ্জামান (৪৫)। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট থানার ট্রাফিক উপপরিদর্শক (টিএসআই) আবুল কালাম আজাদের নির্দেশে থানার কনস্টেবল আবদুল খালেক ও আবদুল হামিদ গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় একটি তল্লাশিচৌকি বসান। এ সময় একজন মোটরসাইকেলচালকের মাথায় হেলমেট না থাকায় মামলা দেন আবুল কালাম আজাদ। একই সময় অন্যদিক দিয়ে আসা একটি মোটরসাইকেল আটক করে কাগজপত্র সঠিক থাকায় চালককে ছেড়ে দেওয়া হয়। এ সময় এক হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তুলে দুই ব্যক্তি ‘মব’ তৈরি করে অন্যদের সহযোগিতায় পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। এতে ওই দুই কনস্টেবল আহত হন। এ সময় অন্য পুলিশ সদস্যদের ঘেরাও করে আক্রমণাত্মক ভাষায় গালাগাল করা হয়। খবর পেয়ে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা পর তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় ধুনট থানার উপপরিদর্শক মোস্তাফিজার রহমান গতকাল রাতে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫–২০ জনের নামে থানায় একটি মামলা করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশ ও ধুনট থানা–পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানার উপপরিদর্শক হারুনার রাশিদ বলেন, গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।