নারায়গঞ্জের সোনারগাঁও কলতাপাড়া ব্যাপারী ফার্ম থেকে গতকাল বুধবার তিনটি গাভি উদ্ধার করা হয়েছে
নারায়গঞ্জের সোনারগাঁও কলতাপাড়া ব্যাপারী ফার্ম থেকে গতকাল বুধবার তিনটি গাভি উদ্ধার করা হয়েছে

মুন্সিগঞ্জে গরুর খামারে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হামিদপুরে একটি গরুর খামারে ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে ডাকাতি হওয়া তিনটি গাভি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন কুমিল্লার তুরাজডাঙা এলাকার প্রয়াত বাবু মিয়ার ছেলে লিটন (৩২) ও কুমিল্লার দাউদকান্দি এলাকার মৃত মনু মিয়ার ছেলে মো. শাহাজালার (৫২)।

গতকাল বুধবার রাতে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ৩ মে দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হামিদপুর এলাকায় আদর্শ ডেইরি ফার্ম নামে একটি গরুর খামারে দুজন কর্মচারী বিল্লাল (৪২) ও তানু মিয়া (৪৫) ঘুমিয়ে ছিলেন। তখন লিটন, শাহজালালসহ একটি দল দেশি অস্ত্রসস্ত্র নিয়ে ফার্মের ভেতর প্রবেশ করে। তারা ওই দুই কর্মীকে মারধর করে। তানু মিয়া ডাকচিৎকারের চেষ্টা করলে তাঁদের মেরে ফেলার ভয় দেখিয়ে হাত, পা ও মুখ বেঁধে কম্বল দিয়ে ঢেকে দেয়। এরপর ডাকাতেরা খামারের হলস্টেইন জাতের তিনটি সাদা–কালো রঙের বড় গাভি লুট করে পালিয়ে যান। গরুগুলোর বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

এ ঘটনায় খামারমালিক কালাচান ১৩ মে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা করেন। পরে মুন্সিগঞ্জ থানা পুলিশের এসআই সাদ্দাম মোল্লার নেতৃত্বে অভিযানে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় লিটন ও শাহজালাল নামের দুজনকে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার নারায়গঞ্জের সোনারগাঁও কলতাপাড়া ব্যাপারী ফার্ম থেকে লুণ্ঠিত গরু উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, ওই ঘটনায় জড়িত ছয়জনকে চিহ্নিত করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।