
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অন্তত তিনটি স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা একটা থেকে মহাসড়কটির ইউটার্ন ও কয়েকটি বাস স্টপেজে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তি বেড়েছে ঈদে ঘরে ফেরা মানুষের।
সরেজমিন দেখা গেছে, শ্রীপুর ও গাজীপুর সদরের মাঝামাঝি স্থানে মহাসড়কের নতুন বাজার এলাকায় ইউটার্নের দক্ষিণ দিকে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ইউটার্নে গাড়ি ঘোরানোর সময় সেখানে বিশৃঙ্খলার কারণে দফায় দফায় যানজট সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে গড়গড়িয়া মাস্টারবাড়ি বাস স্টপেজের উত্তর ও দক্ষিণ পাশে বিভিন্ন গন্তব্যের বাসগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী তোলায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মাওনা চৌরাস্তায় উড়ালসড়কের নিচের দুটি সড়ক গাজীপুরের সঙ্গে কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে যুক্ত করেছে। এই সড়কগুলো পার্শ্ব সড়কের সঙ্গে যুক্ত থাকায় সকাল থেকে আজ বেলা সাড়ে তিনটা নাগাদ সেখানে দফায় দফায় যানজট দেখা যায়। উড়ালসড়ক থেকে উত্তর দিকে এমসি বাজার ইউটার্ন, নয়নপুর ও শ্রীপুরের শেষ ইউটার্ন জয়নাবাজারে দীর্ঘ যানজট তৈরি হয়। এ ছাড়া পার্শ্ব সড়কগুলোতে যানবাহনের চাপ বেশি থাকায় মহাসড়কেও এর প্রভাব পড়েছে।
স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, মহাসড়কের সঙ্গে লাগোয়া পার্শ্ব সড়কগুলো থেকে যানবাহন মূল সড়কে ওঠার সময় কিছু বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। এতে ইউটার্ন না থাকলেও অনেক জায়গায় যানজট দেখা দেয়। আজ শিল্পাঞ্চলের প্রায় সব কারখানা ছুটি হওয়ায় সড়কের ব্যাপকভাবে যানবাহনের চাপ পড়েছে। এ ছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা, মিনিবাস, দূরপাল্লার বাসগুলো ব্যাপকভাবে মহাসড়কে চাপ বাড়াচ্ছে। এর মধ্যে মহাসড়কটির একাধিক লেন দখল করে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যাত্রী তুলছে দূরপাল্লার যানবাহন।
মাওনা থেকে জামালপুরের উদ্দেশে যাত্রা করেন সাব্বির হোসেন নামের এক যাত্রী। তিনি বলেন, ‘গত রোজার ঈদে নির্বিঘ্নে যাইতে পারছি। কিন্তু এই ঈদে কী সমস্যা হইল? মাওনা থেকে বাসে উইঠা নয়নপুর আইসা আধঘণ্টা ধরে আটকে আছি।’ আরেক যাত্রী সালমা আক্তার বলেন, সড়কে যানবাহনগুলো চলাচলে শৃঙ্খলা আনতে পুলিশ বাহিনীকে আরও তৎপর হওয়া প্রয়োজন। ময়মনসিংহ অভিমুখী যাত্রী সাজেদুল ইসলাম বলেন, ‘শুরুর দিনেই এত যানজট হইলে শুক্রবারে সড়কের কী অবস্থা হইব কেডা জানে?’
সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ তৎপর বলে জানিয়েছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী। তিনি বলেন, ‘আমাদের ভ্রাম্যমাণ দলগুলো কাজ করছে। আমি নিজেও বিভিন্ন ইউটার্নে গিয়ে ওই সব এলাকায় নজর রাখছি। আশা করছি, সময়ের সঙ্গে সঙ্গে মহাসড়কের যানজট কমে আসবে।’