Thank you for trying Sticky AMP!!

আশাশুনিতে সেপটিক ট্যাংকের মধ্যে কাজ করতে গিয়ে দুজনের মৃত্যু

সাতক্ষীরা জেলার মানচিত্র

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সেপটিক ট্যাংকের ভেতর ঢুকে দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল চারটার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজনের নাম মিলন সরকার (২২) ও আশুতোষ বিশ্বাস (৪৫)। মিলন উপজেলার কুল্লা ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামের নিমাই সরকারের ছেলে আর আশুতোষ একই গ্রামের বাসুদেব বিশ্বাসের ছেলে।

প্রতিবেশী মিন্টু বিশ্বাস জানান, আজ বেলা সাড়ে তিনটার দিকে রাজমিস্ত্রির সহকারী মিলন সরকার তাঁর গ্রামের আশুতোষ বিশ্বাসের বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে যান। কয়েক দিন আগে ওই ট্যাংকে ঢালাই দেওয়া হয়। ট্যাংকের ভেতর থেকে বাঁশ ও তক্তা খুলতে ভেতরে ঢোকেন মিলন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে চিৎকার শুরু করেন। এ সময় বাড়ির মালিক আশুতোষ বিশ্বাসও ট্যাংকের মধ্যে ঢোকেন। ভেতরে তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরে আশাশুনি ফায়ার সার্ভিস এসে তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করে।

আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবুল কালাম জানান, তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। সেপটিক ট্যাংকটি সাত ফুট গভীর ছিল।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।