ভাসানচর
ভাসানচর

ভাসানচর থেকে পালিয়ে সাগরপথে সীতাকুণ্ড, ৪৫ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকা থেকে ১৮ শিশুসহ ৪৫ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটক রোহিঙ্গারা জানিয়েছেন, ভাসানচর থেকে পালিয়ে ট্রলারে করে তাঁরা সীতাকুণ্ডে উপকূলে এসেছেন। আজ সোমবার দুপুরে ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকায় বন্ধ থাকা একটি জাহাজভাঙা কারখানার ভেতর থেকে তাঁদের আটক করেছে পুলিশ।

আটক রোহিঙ্গাদের একজন জুবায়ের হোসেন প্রথম আলোকে বলেন, ভাসানচরের পাশ থেকে চারটি ট্রলার ভাড়া করে তাঁরা টেকনাফের উদ্দেশে রওনা দেন। টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফেরার ইচ্ছা ছিল তাঁদের। প্রাপ্তবয়স্কদের জন্য ট্রলারে ১২ হাজার টাকা করে ভাড়া দেওয়ার চুক্তি হয়। তবে তাঁদের বহনকারী ট্রলারটি টেকনাফের পরিবর্তে সীতাকুণ্ড উপকূলে তাঁদের নামিয়ে দিয়েছে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক বিল্লাহ হোসেন প্রথম আলোকে বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ওই রোহিঙ্গা নাগরিকদের আটক করা হয়েছে। তাঁদের ভাসানচরে ফেরত পাঠানোর জন্য নোয়াখালী সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।