ছিনতাইয়ের কবলে পড়া প্রাইভেটকার। আজ মঙ্গলবার সকালে যশোরের মনিরামপুর উপজেলার কুয়াদা এলাকার জামতলা মোড়ে
ছিনতাইয়ের কবলে পড়া প্রাইভেটকার। আজ মঙ্গলবার সকালে যশোরের মনিরামপুর উপজেলার কুয়াদা এলাকার জামতলা মোড়ে

যশোরে প্রাইভেট কার থামিয়ে নগদ এজেন্টের ‘৫৫ লাখ টাকা’ ছিনতাইয়ের অভিযোগ

যশোরের মনিরামপুর উপজেলায় প্রাইভেট কার থামিয়ে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের এক এজেন্টের ‘৫৫ লাখ টাকা’ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার রাজারহাট-চুকনগর আঞ্চলিক মহাসড়কের কুয়াদা এলাকার জামতলা মোড়ে এ ঘটনা ঘটে বলে পুলিশকে জানিয়েছেন ভুক্তভোগীরা।

নগদের সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ বলছে, নগদের যশোর এজেন্ট আলমগীর কবির ওরফে হাজি সুমন। তাঁর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক রবিউল ইসলাম যশোর শহরের এজেন্ট কার্যালয় থেকে প্রাইভেট কারে করে ৫৫ লাখ টাকা নিয়ে মনিরামপুর উপজেলা কার্যালয়ে যাচ্ছিলেন। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে প্রাইভেট কারটি মনিরামপুরের কুয়াদা এলাকার জামতলা মোড়ে পৌঁছায়। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি প্রাইভেট কারের সামনে মোটরসাইকেল আড়াআড়ি করে দিয়ে প্রাইভেট কারটির গতি রোধ করেন। এ সময় তাঁদের সহযোগী আরও দুই ব্যক্তি মোটরসাইকেলে ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা প্রাইভেট কারের গ্লাস ভেঙে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মনিরামপুর উপজেলা সদরের দিকে দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যান।

খোঁজ নিয়ে জানা গেছে, আলমগীর কবির যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি যশোরে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, প্রাইভেট কার থামিয়ে নগদের এজেন্ট হাজি আলমগীর কবির ওরফে হাজি সুমনের টাকা ছিনতাই করা হয়েছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ছিনতাইয়ের টাকার পরিমাণের ব্যাপারে ব্যবস্থাপক একেক সময় একেক রকমের তথ্য দিচ্ছেন। কখনো ৫৫ লাখ আবার কখনো ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের কথা বলছেন। তাঁর কথাবার্তা সন্দেহজনক। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ওসি বলেন, নগদের এজেন্টের পক্ষ থেকে রাত সোয়া আটটা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।