Thank you for trying Sticky AMP!!

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, নওগাঁয় এক পরীক্ষার্থীকে কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালত

নওগাঁর মহাদেবপুরে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার পরীক্ষা চলাকালে ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার অভিযোগে ওই পরীক্ষার্থীকে এ সাজা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান।

রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের আওতাধীন জেলাগুলোয় আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৫ হাজার ৩৩।

ইউএনও মো. কামরুল হাসান জানান, আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা চলাকালে উপজেলা সদরের সর্বমঙ্গলা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এক পরীক্ষার্থী ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষায় এভাবে জালিয়াতির আশ্রয় নেওয়ায় ওই পরীক্ষার্থীকে তৎক্ষণাৎ আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।