দিনাজপুরের কাহারোল উপজেলা
দিনাজপুরের কাহারোল উপজেলা

দিনাজপুরে পুনর্ভবা নদী থেকে অজ্ঞাতনামা তরুণের লাশ উদ্ধার

দিনাজপুরের কাহারোল উপজেলায় পুনর্ভবা নদী থেকে অজ্ঞাতনামা এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল আটটার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কবিরাজপাড়া ঘাট থেকে মরদেহ উদ্ধার করে কাহারোল থানার পুলিশ।

কাহারোল উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর মন্দিরের সেবক ধরণীকান্ত রায় (৫০) বলেন, সকাল সাড়ে সাতটার দিকে পুনর্ভবা নদীর শ্মশানঘাট এলাকায় ওই তরুণের লাশ ভাসতে দেখেন গ্রামের মানুষ। নদীতে স্রোত থাকায় লাশ ভাসতে ভাসতে কবিরাজপাড়া ঘাটের উঁচু একটি জায়গায় আটকে যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই তরুণের বয়স ২০–২২ বছর। তাঁর পরনে কালো রঙের হাফ প্যান্ট ও গায়ে কালো রঙের টি-শার্ট আছে। ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। শরীরের মাংস গলে গেছে। চেহারা ভালোভাবে বোঝা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান আছে। পরে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।