
কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রা কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা উপস্থিত রয়েছেন।
শহরের প্রধান সড়কে পাঁচ কিলোমিটার পদযাত্রা শেষে বেলা দেড়টার দিকে লালদীঘির পাড়ের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে যান এনসিপির নেতারা। সেখানে জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁদের।
পদযাত্রা ও জনসমাবেশ উপলক্ষে সকাল থেকে জেলার টেকনাফ, উখিয়া, রামুসহ বিভিন্ন উপজেলা থেকে এনসিপির নেতা–কর্মীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে জড়ো হন। এ সময় তাঁদের হাতে ব্যানার ও ফেস্টুন ছিল। কর্মসূচিতে এনসিপির নেতা–কর্মীরা ‘কথায় কথায় বাংলা ছাড়/বাংলা কি তোর বাপ–দাদার’, ‘ক্ষমতা, না জনতা/জনতা, জনতা’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেন।
এনসিপির নেতাদের কক্সবাজারে স্বাগত জানিয়ে শহরে একাধিক তোরণের পাশাপাশি ব্যানার টাঙানো হয়েছে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস এম সুজা উদ্দিন বলেন, জনসমাবেশে ১০ থেকে ১৫ হাজার মানুষের সমাগম ঘটতে পারে। টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, ঈদগাঁও, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা থেকে এনসিপির নেতা–কর্মী ও সমর্থকেরা সমাবেশে যোগ দিচ্ছেন।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, শান্তিপূর্ণ পরিবেশে এনসিপির পদযাত্রা চলছে। গোপালগঞ্জের মতো পরিস্থিতি যেন কক্সবাজারে না ঘটে, সে জন্য পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনী মাঠে রয়েছে।