কক্সবাজারের টেকনাফে সাড়ে চার লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের মেম্বারপোস্ট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার হয়।
বিজিবি জানায়, গোপনে বিজিবির কাছে খবর আসে, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসছে। খবরের ভিত্তিতে বিজিবির দুটি দল ওই এলাকায় সতর্ক অবস্থান নেয়। একপর্যায়ে বিজিবি সদস্যরা নাফ নদীর তীরে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক ঘোরাঘুরি দেখতে পান। বিজিবি সদস্যরা থামার নির্দেশ দিলে ওই ব্যক্তিরা নিজেদের সঙ্গে থাকা দুটি বস্তা তীরে ফেলে নাফ নদী সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া বস্তা দুটিতে তল্লাশি করে ৪ লাখ ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান ইয়াবা বড়ি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার হওয়া মাদকের চালানটির সঙ্গে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। এসব মাদক বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে জমা রাখা হয়েছে।