৮ দিনের মাথায় মেঘনায় ডুবে যাওয়া তেলবাহী জাহাজ উদ্ধার

তেলবাহী ট্যাংকার জাহাজ সাগর নন্দিনী-২ গতকাল রোববার উদ্ধার করা হয়েছে
ছবি: সংগৃহীত

ভোলার মেঘনা নদীতে ডুবে যাওয়ার আট দিনের মাথায় তেলবাহী ট্যাংকার জাহাজ সাগর নন্দিনী-২ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর মালিকপক্ষ জাহাজটি নিয়ে আজ সোমবার বেলা ১১টার দিকে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়।

মুঠোফোনে ট্যাংকার জাহাজের মাস্টার মাসুদুর রহমান বলেন, গত ২৫ ডিসেম্বর ভোরে ভোলার মেঘনা নদীতে কুয়াশার কবলে পড়ে অন্য জাহাজের ধাক্কায় ১১ লাখ ৩৪ হাজার লিটার জ্বালানি তেল নিয়ে ট্যাংকার জাহাজ সাগর নন্দিনী-২ তলিয়ে যায়।

জাহাজটি উদ্ধার কাজ শুরু হয় গতকাল রোববার ১১টার দিকে। গতকাল বিকেল নাগাদ ট্যাংকারটি ভেসে উঠলে, ট্যাংকারের তেল খালাস করা হয়। ট্যাংকারে ছয়টি চেম্বার বা প্রকোষ্ঠ ছিল। দুর্ঘটনার কবলে পড়ে একটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি পাঁচটির তেল ও পানি প্রকষ্ঠ থেকে খালাস করা হয়েছে। এ তেলবাহী জাহাজ উদ্ধারে মালিকপক্ষের সাগর বধূ-৩, সাগর বধূ-৪, বার্জ হুমায়রা ও জোহুরা, তেলের ট্যাংকার সাগর নন্দিনী-৩ ব্যবহার করা হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বলেন, গতকাল সন্ধ্যায় উদ্ধার অভিযান শেষ হয়েছে। তেল অপসারণ শেষ হলে উদ্ধার হওয়া জাহাজটি আজ নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে নিয়ে মেরামত করা হবে। জাহাজটি উদ্ধারে কোস্টগার্ড সদস্যরা সর্বক্ষণ সহযোগিতা করেছেন। তাঁরা ভেসে যাওয়া তেল সংগ্রহ করায় পরিবেশের ক্ষতি হয়নি।

২৫ ডিসেম্বর ভোরে পদ্মা ওয়েল কোম্পানির ১১ লাখ ৩৪ হাজার লিটার তেল নিয়ে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে যাচ্ছিল সাগর নন্দিনী-২। ঘন কুয়াশার কারণে সেটি ভোলার তুলাতলীর মাঝে চর পয়েন্টে অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মালিকপক্ষ ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক মো. শাজাহান বলেন, জাহাজের মালিকপক্ষ ও তাঁদের যৌথ প্রচেষ্টায় উদ্ধার কাজ শুরু হয়। প্রথমে ডুবে যাওয়া জাহাজটির তলদেশে ৪টি সিলিং মেশিন বসিয়ে সেন্টারিং করা হয়। এরপর উদ্ধারকারী বার্জ জোহুরা ও হুমায়রার মাধ্যমে জাহাজটিকে টেনে তোলা হয়। জাহাজে থাকা তেল যাতে নদীতে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তেল অপসারণের কাজ করেছে কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (উদ্ধার) মো. আবদুস সালাম বলেন, তেল অপসারণ শেষ হলে অন্য একটি কার্গো জাহাজের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জাহাজটিকে মেরামতের উদ্দেশ্যে নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে।

জাহাজটির মালিক ও এস এইচ আর নেভিগেশন কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক মাহতাবুর রহমান বলেন, জাহাজটি ডুবে যাওয়ার প্রথম দিন থেকেই তাঁরা জাহাজটি উদ্ধারে চেষ্টা করে যাচ্ছিলেন। গতকাল জাহাজটি পানির নিচ থেকে ধীরে ধীরে ওপরে তোলা হয়েছে। উদ্ধার অভিযান শেষে এখন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।