যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। বুধবার রাত ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দিতে
যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। বুধবার রাত ৮টার দিকে কুমিল্লার  দাউদকান্দিতে

ঈদযাত্রা

গাড়ির চাপ বেড়েছে, দু–এক স্থানে যানজট, আছে ভোগান্তি

পবিত্র ঈদুল আজহার ছুটি শুরুর আগে আজ বুধবার ছিল শেষ কর্মদিবস। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষজন ছুটছে বাড়ির পানে। এ যাত্রায় আজ কোনো মহাসড়কে দীর্ঘ যানজট দেখা যায়নি। তবে মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বেড়েছে। অনেক স্থানে যানবাহন চলছে ধীরগতিতে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকাল থেকে দুপুর পর্যন্ত যানজট ছিল। মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে আজ সন্ধ্যা থেকে আবার যানজট দেখা দেয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রায় একটি গাড়িতে আগুন লাগলে ওই সড়কে কিছু সময়ের জন্য যানজট দেখা দেয়।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহন চলছে ধীরগতিতে। বুধবার রাত পৌনে ৮টার চিত্র

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ
এই মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। তবে যানজট নেই। স্বাভাবিক সময়ের চেয়ে যমুনা সেতু হয়ে যানবাহন চলাচল করছে দ্বিগুণের বেশি। গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর জানিয়েছেন, যানবাহনের চাপ আজ আরও বেড়েছে।

সেতুর টোল প্লাজা সূত্র জানায়, স্বাভাবিক সময়ে ১৬ থেকে ১৮ হাজার যানবাহন সেতু পারাপার হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আদিবুল ইসলাম বলেন, ‘৬ শতাধিক পুলিশ সদস্য মহাসড়কে সার্বক্ষণিক কাজ করছেন। মানুষ যেন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোনো যানজট নেই।’

মিনিট্রাকে আগুন। আজ বুধবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায়

চলন্ত ট্রাকে আগুন, যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ বিকেল চারটায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় চলন্ত একটি মিনিট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রংপুর থেকে গরু নিয়ে একটি মিনিট্রাক ঢাকায় গিয়েছিল। ঢাকায় গরু নামিয়ে দিয়ে বেশ কিছু যাত্রী নিয়ে আবার রংপুরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে ট্রাকটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে যানজটে আটকা পড়ে। এ সময় হঠাৎ ট্রাকের নিচে থাকা ভূগর্ভস্থ গ্যাসের লিকেজ থেকে ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় পেছনে থাকা যাত্রী, ট্রাকের চালক ও সহযোগীরা দ্রুত নেমে যান।

গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ট্রাকে আগুন লাগার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সাভারে যাত্রী ও গাড়ির চাপ
ঢাকার অদূরে সাভার ও ধামরাইয়ে দুটি মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। বিভিন্ন বাসস্ট্যান্ডেও ঈদ উপলক্ষে ঘরমুখী যাত্রীদের উপস্থিতি গত কয়েক দিনের তুলনায় বেড়েছে। তবে যানজট না থাকলেও সাভারের তিনটি স্থানে গাড়ি চলছে ধীরগতিতে। তিনটি স্থানে মহাসড়কের সার্ভিস লেনে তৈরি হচ্ছে যানজট। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে সেনাবাহিনী, পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) সদস্যরা।

দাউদকান্দিতে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ ভোরে শুরু হওয়া যানজট হাইওয়ে থানা-পুলিশ, মডেল থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের তৎপরতায় বেলা একটার আগেই শেষ হয়ে যায়।

তবে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর নামক স্থানে চট্টগ্রামগামী লেনের খাদ থেকে একটি গাড়ি উত্তোলন করতে গিয়ে সন্ধ্যা সাতটা থেকে আবার যানজট দেখা দেয়। যানজটে আটকা পড়ে ঘরমুখী মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।

চট্টগ্রামমুখী লেনের যানজটটি মহাসড়কের হাসানপুর থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত রাত নয়টায় ১০ কিলোমিটারে পৌঁছেছে। যানজটটি ধীরে ধীরে ঢাকার দিকে বৃদ্ধি পাচ্ছে।

লঞ্চে যাত্রীদের চাপ বাড়ছে
ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের চাপ ধীরে ধীরে বাড়ছে। সদরঘাট লঞ্চ টার্মিনাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বিকেল ৫টা পর্যন্ত ৩৯টি যাত্রীবাহী লঞ্চ সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। একই সময় টার্মিনালে ভিড়েছে ৪৭টি লঞ্চ।

আজ দুপুর ১২টার দিকে টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, পন্টুনে নোঙর করা লঞ্চগুলোর সামনে কর্মচারীরা যাত্রীদের ডাকছেন। কিছু কিছু লঞ্চের ডেকে অল্পসংখ্যক যাত্রী দেখা গেলেও আগের মতো ভিড় ও হুড়োহুড়ির চিত্র চোখে পড়েনি।

লঞ্চমালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার আহ্বায়ক মামুন অর রশিদ বলেন, আজ (বুধবার) টার্মিনালে যাত্রীদের চাপ তুলনামূলকভাবে কম। তবে বৃহস্পতিবার পোশাক কারখানাগুলো ছুটির পর যাত্রীর সংখ্যা বাড়তে পারে।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদকপ্রতিনিধিরা]