চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনা শনিবার রাতে ফেসবুকে লাইভ করার সময় ছাত্রীদের ধর্ষণের হুমকি দেয় স্থানীয় লোকজন। এ ঘটনার পর ছাত্রীরা অন্যত্র সরে যান। নারী শিক্ষার্থীরা 'মোরাল পুলিশিং, ধর্ষণের হুমকি ও প্রশাসনের অবহেলা'র প্রতিবাদে ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে এবং মামলা দায়ের করেছে।