
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে জয়নাল আরোফিন (৬৫) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি রাজবাড়ী সদরের বেড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।
এ নিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট চারজনের মৃত্যু হলো। এর মধ্যে দুই নারীসহ তিনজনের বাড়ি রাজবাড়ী ও একজনের মাগুরায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে ডেঙ্গুতে আক্রান্ত জয়নালকে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ২১ জুন। ওইদিন মারা যান জাহানার বেগম (৩৯) নামের এক নারী। তিনি রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের বাসিন্দা। গত ২৭ জুলাই মৃত্যু হয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পারুলিয়া গ্রামের বাসিন্দা রুমা দাসের (২৫)। ২৮ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল মিয়া (১৮) নামের এক তরুণ। তিনি মাগুরা সদর উপজেলার আমুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শুধু বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন আছেন ১৩৪ জন।
গত জানুয়ারি থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৬৬ জনে।
হাসপাতালের পরিচালক এনামুল হক আজ সকালে প্রথম আলোকে বলেন, ডেঙ্গু রোগী সামলাতে হিমশিম অবস্থা হচ্ছে। রাজবাড়ী, মাদারীপুরের রাজৈর ও গোপালগঞ্জের মুকসুদপুরের রোগী এখানে বেশি রয়েছে। দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসার ব্যবস্থা থাকলেও কেন আশপাশের জেলার রোগীদের ফরিদপুর পাঠানো হচ্ছে এ নিয়ে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালকের সঙ্গে কথা বলেছেন।