সাগর কিছুটা শান্ত হওয়ায় জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে। তবে তা আশানুরূপ নয়। ফলে বাজারে ইলিশের দাম এখনো বেশি। সম্প্রতি চট্টগ্রাম নগরের ফিশারিঘাট নতুন মাছ বাজারে
সাগর কিছুটা শান্ত হওয়ায় জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে। তবে তা আশানুরূপ নয়। ফলে বাজারে ইলিশের দাম এখনো বেশি। সম্প্রতি চট্টগ্রাম নগরের ফিশারিঘাট নতুন মাছ বাজারে

চট্টগ্রামের বাজারে বেড়েছে সামুদ্রিক মাছের সরবরাহ, চড়া ইলিশের দাম

এক মাসের বেশি সময় ধরে সাগর উত্তাল থাকায় তেমন মাছ আসেনি চট্টগ্রামের বাজারে। তবে দুই দিন ধরে সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে। এতে কিছু সামুদ্রিক মাছের দামও কমেছে। তবে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ।

নগরের অধিকাংশ বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ হয় ফিশারিঘাট ও কাট্টলীর রানী রাসমণি ঘাট থেকে। খুচরা বাজারে মাছের ক্রেতা বেশি বহদ্দারহাট, চন্দনপুরা, চকবাজার—এসব বাজরে। বাজার ঘুরে মাছের সরবরাহ গত সপ্তাহের তুলনায় বেশি দেখা গেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে নগরের কয়েকটি বাজারে গিয়ে দেখা যায়, বাজারে সামুদ্রিক মাছের মধ্যে লইট্টা, কোরাল, রুপচাঁদার সরবরাহ বেশি। বেড়েছে বিভিন্ন আকারে চিংড়ির সরবরাহও। সামুদ্রিক মাছের বাইরে বাজারে রুই, কাতলা, তেলাপিয়া, পাঙাশ, কইয়ের সরবরাহ বেশি। বহদ্দারহাট ও চকবাজারে ইলিশ দেখা গেছে কম। বিক্রেতারা জানিয়েছেন, ঘাটে ইলিশের সরবরাহ ভালো, তবে দামের জন্য তাঁরা কিনছেন কম।

বাজারে প্রতি কেজি রুই-কাতলা বিক্রি হয়েছে ৩৮০ থেকে ৪৩০ টাকা। এ ছাড়া তেলাপিয়া ২৫০ থেকে ২৮০, পাঙাশ ১৮০ থেকে ২৫০, পাবদা ৪০০ থেকে ৪৫০, কই ২৮০ থেকে ৩০০ টাকা কেজি বিক্রি হতে দেখা যায়। দাম কমেছে লইট্টা মাছের। গত সপ্তাহের তুলনায় প্রায় ৩০ থেকে ৪০ টাকা কমে প্রতি কেজি লইট্টা ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়েছে।

দাম কমার তালিকায় রয়েছে রুপচাঁদা, কোরাল ও চিংড়ি। গত সপ্তাহে কোরাল বিক্রি হয়েছিল ৭০০ টাকার আশপাশে। এ সপ্তাহে দাম ৬০ থেকে ৭০ টাকা কমেছে। রুপচাঁদা আকার ও মানভেদে ১০০ টাকা কমে ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি বিক্রি হয়েছে। আকারভেদে চিংড়ি প্রতি কেজি ৭০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হয়েছে।

ঘাটগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, ঘাটে গত সপ্তাহের তুলনায় ইলিশ ধরা পড়ছে বেশি। তবে দাম অনেক বেশি। ৩৫০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ২০০, ৫০০ গ্রাম ওজনের ইলিশ দেড় হাজার ও এক কেজি ওজনের ইলিশ দুই থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হয়েছে।

বহদ্দারহাট বাজারে মাছ ব্যবসায়ী মো. মোসলেম বলেন, মাছের সরবরাহ বেড়েছে। তবে দামে তেমন পরিবর্তন নেই। ইলিশ ঘাটে উঠছে ভালোই, কিন্তু দামের কারণে কিনছেন না ব্যবসায়ীরা। ইলিশের দাম কমতে আরও কিছুদিন সময় লাগবে।