জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের সময় অন্তত ১৫টি বসতঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামে
জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের সময় অন্তত ১৫টি বসতঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামে

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, বাড়িঘরে ভাঙচুর ও আগুন, ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ১৫টি বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ শুক্রবার দুপুরে উপজেলার আটঘরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হরিপুর উপজেলার মরাধার গ্রামের ইয়াসিন আলীর সঙ্গে পাশের আটঘরিয়া গ্রামের মো. মাহাতাবের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত বছরের আগস্টে সরকার পতনের পর ইয়াসিন লোকবল নিয়ে ওই জমি দখলে নেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে মাহতাব ও তাঁর লোকজন সেই জমি উদ্ধারে সেখানে যান। এ সময় ইয়াসিনের লোকজনের সঙ্গে তাঁরা সংঘর্ষে জড়ান। দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষ এলাকার বাড়িতে বাড়িতে হামলা-ভাঙচুর ঘটনা ঘটে। ওই সময় ১৫ বসতঘরে আগুন দেওয়া।

আগুনে ঘরগুলোর জিনিসপত্র পুড়ে যায়। হামলায় উভয় পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া মণ্ডল খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।