
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে চার কোটি টাকা মূল্যের মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় একজনকে আটক করা হয়। গত আট দিনে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করা হয়।
আজ রোববার রাত সোয়া আটটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবির ৬০ ব্যাটালিয়ন। আটক ব্যক্তির নাম মো. কবির হোসেন (৪০)। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার বাঘশিমুল গ্রামের বাসিন্দা।
৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ৪ মে থেকে ১১ মে পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় অবস্থিত সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপি ক্যাম্প সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। ৬০ বিজিবি ব্যাটালিয়নের কুমিল্লার শংকুচাইল, শশীদল, সালদা নদী ও বড়জ্বালা বিওপি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তে; ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর, ঘাগুটিয়া ও চণ্ডীদার বিওপি ক্যাম্প কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি ক্যাম্পের সদস্যরা আখাউড়া ও কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালান।
অভিযানে ৪ কোটি ১০ লাখ ৩৪ হাজার ৫৯০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন ধরনের মালামাল জব্দ করেছে। এ সময় একজন আসামি আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক ও চোরাচালানের ঘটনায় মামলা হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।