
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় একটি খোলা মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় আতিয়ার রহমান (৫১) নামের এক গাড়িচালকের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানার পুলিশ। আজ বুধবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় রূপায়ন মাঠ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আতিয়ার রহমান রংপুরের উত্তর খলেয়ার হাজিপাড়া এলাকার আবদুর রহমানের ছেলে। তবে তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় থাকতেন। পেশায় তিনি গাড়িচালক।
স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে আশুলিয়া থানার পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে আতিয়ার গাড়ি চালানোর কথা বলে বাসা থেকে বের হন। পরে রাতে আর বাসায় ফেরেননি তিনি। আজ সকালে জামগড়ার রূপায়ন মাঠ এলাকায় এক ব্যক্তি হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ দেখতে পান। পরে স্থানীয় লোকজন বিষয়টি আশুলিয়া থানার পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত আতিয়ারের লাশ উদ্ধার করে। পরে তাঁর পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয় পুলিশ।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমেনুল ইসলাম বলেন, নিহত আতিয়ারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহত আতিয়ারের হাত ও পা বাঁধা ছিল। তবে তাঁর শরীরে গুরুতর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাস রোধ করে তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।