আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনের মধ্যে চারটির প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার সকালে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগরের সদর থানার আমির অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী।
প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীরা হলেন গাজীপুর-২ আসনে (গাজীপুর সিটির একাংশ ও টঙ্গী) মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হোসেন আলী, গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে গাজীপুর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জাহাঙ্গীর আলম, গাজীপুর-৪ (কাপাসিয়া ও সদর উপজেলা একাংশ) আসনে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগরীর সদর থানার আমির অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী, গাজীপুর-৫ (কালীগঞ্জ ও সদর উপজেলার একাংশ) আসনে মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খায়রুল হাসান।
দলীয় সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসের শেষ দিকে গাজীপুর ২, ৩, ৪ ও ৫ আসনের প্রার্থী ঘোষণা করা হয়। অন্যদিকে গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে তা চূড়ান্ত করা হবে।
এ বিষয়ে গাজীপুর মহানগর জামায়েতের আমির অধ্যাপক মো. জামাল উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে। এরপর দলটির স্থানীয় নেতাদের মতামত ও কেন্দ্রীয় সংগঠনের পরামর্শের আসা সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে এসব প্রার্থী একেবারে চূড়ান্ত নন। নির্বাচনের আগে যেটা ঘোষণা হয়, সেটিই চূড়ান্ত।’