Thank you for trying Sticky AMP!!

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আরিফ-রিফাত প্যানেলের জয়

সভাপতি ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আরিফ হোসেন (বাঁয়ে) এবং সাধারণ সম্পাদক লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত মাহমুদ

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী আওয়ামীপন্থী আরিফ-রিফাত প্যানেল ১৫টি পদের মধ্যে ১৪টিতে জয় পেয়েছে। সভাপতি পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আরিফ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত মাহমুদ জয়ী হয়েছেন। আওয়ামীপন্থী অন্য আরেকটি প্যানেল থেকে শুধু একজন সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার দাস ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সমিতির এবারের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী আওয়ামীপন্থী শিক্ষকদের দুটি প্যানেল অংশ নেয়। এর মধ্যে আরিফ-রিফাত প্যানেল ১৫টি পদে নির্বাচনে অংশ নেয়। অন্যদিকে জাফর-বাতেন প্যানেল থেকে ১০টি পদে নির্বাচন করা হয়। সহসভাপতিসহ মোট পাঁচটি পদে জাফর-বাতেন প্যানেলের কোনো প্রার্থী ছিল না। ফলে ১৫টি পদের বিপরীতে মোট ২৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে নির্বাচিত হন আরিফ-রিফাত প্যানেলের সুপ্রভাত হালদার।

মঙ্গলবার সমিতির নির্বাচনে ১৯৭ জন ভোটারের মধ্যে ১৫৩ জন ভোট দেন। এতে ৮৫ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হন ইংরেজি বিভাগের আরিফ হোসেন। সাধারণ সম্পাদক পদে জয় পান লোকপ্রশাসন বিভাগের রিফাত মাহমুদ। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তাজিজুর রহমান, কোষাধ্যক্ষ পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. সোহেল রানা জয়ী হন।

প্রধান নির্বাচন কমিশনার সুব্রত কুমার দাস সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, শিক্ষক সমিতির ১৫টি পদের মধ্যে ১৪টি পদেই আরিফ-রিফাত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি একটি সদস্য পদ পেয়েছে জাফর-বাতেন প্যানেল।

সদস্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অসীম কুমার নন্দী, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক সুজন চন্দ্র পাল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেন, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হোসনেয়ারা ডালিয়া, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক  মো. খোরশেদ আলম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক টুম্পা সাহা, প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসিব ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল কাইউম।