ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের প্রধান ফটক। সোমবার সকালে
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের প্রধান ফটক। সোমবার সকালে

আনন্দ মোহন কলেজের ছাত্রাবাসের আসন নিয়ে সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে ছাত্রাবাসের আসন বরাদ্দ নিয়ে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে হলে থাকা শিক্ষার্থীদের বিরোধ ও ধাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ সম্পর্কে কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটি ঘটনার পূর্বাপর বিষয়গুলো তদন্ত করবে। কেন ঘটনা ঘটল, কারা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে সুপারিশ করবে। সে অনুযায়ী পরবর্তী কালে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পাঁচ সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান খন্দকার রেজাউর রহমানকে। এ ছাড়া সদস্য করা হয়েছে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রশিদুল আলম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শাহীন কবির ও অর্থনীতি বিভাগের প্রভাষক সাইফুল ইসলামকে।

গত রোববার আসন নবায়ন নিয়ে ছাত্রাবাসের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্যে হলে থাকা শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সেনাবাহিনী ও পুলিশ ক্যাম্পাসে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। পরে ছেলেদের তিনটি ছাত্রাবাস অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা ও কলেজের তিন দিনের পাঠ কার্যক্রম স্থগিত করা হয়। কলেজ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সোমবার বিকেলে শিক্ষার্থীরা ছাত্রাবাস ছেড়ে চলে যান।

আগামীকাল বৃহস্পতিবার থেকে কলেজের একাডেমিক সব কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ আমান উল্লাহ।