খুলনা সদর থানায় ছাত্রদলের এক নেতাকে ঝুলিয়ে নির্যাতন করার অভিযোগে এক যুগ পর মহানগর পুলিশের তৎকালীন কমিশনারসহ ৯ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
আজ রোববার দুপুরে ভুক্তভোগী সাবেক ছাত্রদল নেতা মাহমুদুল হক বাদী হয়ে খুলনার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে বর্তমান পুলিশ কমিশনারকে তদন্ত করে ১৭ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন।
মামলার আসামিরা হলেন তৎকালীন পুলিশ কমিশনার শফিকুর রহমান ও উপপুলিশ কমিশনার (নাম উল্লেখ নেই), খুলনা সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান, তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহ আলম, এসআই মো. জেলহাজ্ব উদ্দিন, পুলিশ সদস্য কাশেম, জাহিদ, তারক ও ইস্রাফিল।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শফিকুল আলম। তিনি বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে বর্তমান পুলিশ কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তাঁকে আগামী ১৭ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, ২০১২ সালের ২২ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে ১১টার দিকে তৎকালীন পুলিশ কমিশনার শফিকুর রহমান ও উপপুলিশ কমিশনারের নির্দেশে ওসি এস এম কামরুজ্জামানসহ অন্যরা ছাত্রদলের সাবেক নেতা মাহমুদুল হক ও ফেরদৌস রহমানকে আটক করে হাতকড়া পরিয়ে ও চোখ গামছা দিয়ে বেঁধে থানায় নিয়ে যান। এরপর মাহমুদুল হককে হাতকড়া পরানো অবস্থায় থানার ফ্যানের হুকের সঙ্গে ঝুলিয়ে মারধর করেন। একপর্যায়ে পুলিশের বেধড়ক মারধরে জ্ঞান হারিয়ে ফেলেন মাহমুদুল হক। পরে তাঁকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। পরে পুলিশ কমিশনার ও উপকমিশনারের নির্দেশে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।