রামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান
রামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান  কামরুল হাসান

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার পানপাড়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কামরুল হাসান উপজেলার পৌর এলাকার অবিরামপুর গ্রামের বাসিন্দা। তিনি রামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান আলী আকবরের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কামরুল হাসান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে তিনি বিদ্রোহী প্রার্থী হয়ে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। গত বছরের ৫ আগস্টের পর দীর্ঘদিন তাঁকে এলাকায় দেখা যায়নি। সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী আইনে কামরুল হাসানের বিরুদ্ধে মামলা রয়েছে। ওই দুই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যার ঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় কয়েকটি মামলা হয়েছে। এসব ঘটনায় কামরুল হাসানের সম্পৃক্ততা রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।